- লোকালয়
- সশরীরেই পরীক্ষা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
লোকালয়
সশরীরেই পরীক্ষা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০এদিকে পরীক্ষার দাবিতে শনিবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে মানববন্ধন তুলে নেওয়া হয়।
অধ্যাপক আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব পরীক্ষা চলমান রয়েছে এবং যেগুলোর সূচি ঘোষিত হয়েছে তা কঠোর স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার করোনা সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে চলবে। জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।
বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়
মন্তব্য করুন