- লোকালয়
- করোনার মধ্যে অনুমতি ছাড়া মেলা বন্ধ করল প্রশাসন
লোকালয়
করোনার মধ্যে অনুমতি ছাড়া মেলা বন্ধ করল প্রশাসন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি |
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০-copy-samakal-61ec5db721ee2.jpg)
কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে প্রশাসনের অভিযানে বন্ধ হলো ফার্নিচার মেলা - সমকাল
জানা গেছে, গত ১৪ জানুয়ারি শীতলক্ষ্যা নদীর তীরে পৌষ ও ফার্নিচার মেলার আয়োজন করা হয়। এতে নেওয়া হয়নি উপজেলা প্রশাসনের অনুমতি। স্বাস্থ্যবিধি না মেনেই মেলা চলতে থাকে। এদিকে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ অবস্থায় মেলার খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে মেলাটি বন্ধ ঘোষণা করা হয়। মাস্ক না পরায় আটজনকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
বিষয় : কালীগঞ্জ
মন্তব্য করুন