নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর-বাংলাবিদ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রংপুর পুলিশ লাইন্স স্কুল ও কলেজে জাতীয় সঙ্গীত ও সঠিকভাবে বাংলা ভাষার ব্যবহারের শপথের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বৃষ্টি উপেক্ষা করে রংপুর বিভাগের আট জেলার এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। ইস্পাহানি মির্জাপুর টির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সমকাল।

৩০ মিনিটের নৈর্ব্যত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ১১৯ জন। এরপর তাদের নিয়ে অনুধাবনমূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে সেরা ৪৩ জনকে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রয়োগ রাউন্ড। সেখান থেকে উচ্চারণ, বানান ও ব্যাকরণের দক্ষতা যাচাই ও বিচারকদের চুলচেরা বিশ্নেষণের মা্যধমে ১০ জন ঢাকার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়।

গত বছর প্রথমবারের মতো বাংলাবিদ অনুষ্ঠানের আয়োজন করে ইস্পাহানি মির্জাপুর টি লিমিটেড। দ্বিতীয়বারের মতো এ বছরও এই আয়োজন চলছে। এই মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো প্রচারিত হয় বেসরকারি টিভি চ্যানেল আইয়ে। ঈদের পর বাংলাবিদ চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন সাপ্তাহিক কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। বিচারক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম ও কবি হানিফ খান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, বর্তমানে বাংলা ভাষার যে বিকৃতি হচ্ছে, এ থেকে উত্তরণে বাংলাবিদ আয়োজনটি বেশ ইতিবাচক। এতে করে বর্তমান প্রজন্ম বাংলার প্রতি আগ্রহী হবে এবং বাংলা ভাষা ও বানান সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। বাংলার শুদ্ধ উচ্চারণ ও বানান সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। অতিথি ছিলেন পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম জালাল উদ্দীন আকবর, ইস্পাহানি মির্জাপুর চা-এর মহাব্যবস্থাপক ওমর হাসান প্রমুখ।

মন্তব্য করুন