প্রকাশ: ০৮ জুলাই ২০১৮
রাজশাহী ব্যুরো
সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া ওয়াশিউর রহমান দোলন বলেন, 'রাজশাহীর উন্নয়নের স্বার্থে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন খায়রুজ্জামান লিটন ভাইয়ের পক্ষে কাজ করবেন। তাকে জয়ী করতে আমরাও তার সঙ্গে কাজ করব।'
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, 'জাতীয় পার্টির সমর্থন পাওয়ার মাধ্যমে আমরা জয়ের পথে আরেকটু এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করব। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে।'
খায়রুজ্জামান লিটন আরও বলেন, 'বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এর মধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। বাকি কিছু অংশ আছে, যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
সংবাদ সম্মেলনে নগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু বলেন, 'আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুঝি না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে লিটন ভাইকে সমর্থন দিচ্ছি। আমাদের নেতাকর্মীরা আজ থেকে লিটন ভাইয়ের পক্ষে কাজ করবেন।'
নগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জাতীয় পার্টির নগর শাখার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন প্রমুখ। এ সময় নগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী দোলন।
এদিকে, গণসংযোগের অংশ হিসেবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর শালবাগান মসজিদে জোহরের নামাজ পড়ে মুসল্লি ও স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপাড়া থানা বিএনপির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন মোসাদ্দেক হোসেন বুলবুল। সেখানেও বিএনপির আন্দোলনের অংশ হিসেবে আগামী সিটি করপোরেশন নির্বাচনে নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান।