চট্টগ্রামে দৃষ্টিনন্দন জাম্বুরি পার্কের উদ্বোধন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮
চট্টগ্রাম ব্যুরো
গতকাল শনিবার সন্ধ্যায় বিশাল এই পার্কের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ এম আবদুল লতিফ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দীন আহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকার রমনা পার্কের চেয়েও দৃষ্টিনন্দনভাবে এ পার্কটি নির্মাণ করা হয়েছে। পার্কটি পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। পার্কে শুধু হাঁটবেন আর নিঃশ্বাস নেবেন। এখানে বসে সিগারেট কিংবা মাদক খাওয়া যাবে না। এখানে গোলস করবেন না; বাদাম খেয়ে খোসা ফেলবেন না। পার্ককে সুন্দর রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।' তিনি বলেন, আগামী নির্বাচনেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে নৌকার বিজয় হবে।
চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক আবহে পার্কটি নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীদের মানসিক প্রশান্তির জন্য এখানে উন্মুক্ত উদ্যান এবং নির্মল বাতাসের জন্য জলাধার নির্মাণ করা হয়েছে। দিনের মতো রাতেও দৃষ্টিনন্দন হবে পার্কটি।
উদ্বোধন উপলক্ষে পুরো পার্ককে মনোমুগ্ধকর রূপে সাজানো হয়। সন্ধ্যার পর রঙ-বেরঙের বাতিতে অপরূপ দৃশ্যের সৃষ্টি হয় পার্কের চারপাশে। পার্কটি দেখতে গতকাল অনেকে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। অনেকে সপরিবারেও আসেন।