ছয় মাস মেয়াদি মার্চেন্ডাইজিং কোর্স
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৪
তারিক হাসান
সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে কোর্সটি পরিচালিত হয়ে থাকে। এ ছাড়া রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা ও ইন্টার্নশিপের ব্যবস্থা। সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাব সমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস, যা ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশকে করে নিশ্চিত ও যুগোপযোগী। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যাবস্থা।
দীপ্তি পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের ড্যাফোডিল ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে থাকে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দীপ্তি বিগত ১০ বছরে শত শত বেকার যুবক/যুব মহিলাদের কর্মোপযোগী করে গড়ে তুলেছে, যাদের অনেকেই এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি), ৬৪/৬, লেক সার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা।
ফোন : ০১৭১৩-৪৯৩২৩৩, ৯১৩৪৬৯৫ ।