উইকিপিডিয়ায় বাংলা ভাষার তথ্য সমৃদ্ধিতে একযোগে কাজ করবে গ্রামীণফোন ও উইকিপিডিয়া। গত সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত 'উইকিপিডিয়া রিজিওনাল কন্ট্রিবিউটরস মিট' শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচির আওতায় উভয় প্রতিষ্ঠান প্রচার অভিযান চালাবে। এ প্রচারণামূলক আয়োজনে অংশগ্রহণকারীরা উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে কাজ করার ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের যোগাযোগ প্রধান মার্কাস অ্যাডাকটুসন, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রধান জাকিয়া জেরিন এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুনীর হাসান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন