সিন্থিয়া শারমিন |
সিন্থিয়া শারমিন
প্রকাশ: ০৯ নভেম্বর ১৪ । ০০:০০
আপডেট: ০৯ নভেম্বর ১৪ । ০১:৪২
প্রকাশ: ০৯ নভেম্বর ১৪ । ০০:০০ । আপডেট: ০৯ নভেম্বর ১৪ । ০১:৪২
বাংলাদেশের প্রথম এফএম রেডিও হচ্ছে রেডিও টুডে। তাদের কার্যক্রম শুরু হয় ২০০৬ সালে। শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই রেডিওটি। সম্ভবত উদ্যোক্তরাও ধারণা করতে পারেননি এত দ্রুত এত বেশি জনপ্রিয়তা পাবে এই রেডিও। যাই হোক, চলুন এই লিস্টে থাকা জনপ্রিয় এফএম এবং অনলাইন রেডিওগুলোর তালিকা দেখে নিই।
এফএম রেডিও
৮ রেডিও টুডে : ৮৯.৬ এফএম
৮ এবিসি রেডিও : ৮৯.২ এফএম
৮ রেডিও ফূর্তি : ৮৮.০ এফএম
৮ রেডিও আমার : ৮৮.৪ এফএম
৮ পিপলস রেডিও : ৯১.৬ এফএম
৮ ঢাকা এফএম : ৯০.৪ এফএম
৮ রেডিও পদ্মা : ৯৯.২ এফএম
৮ রেডিও ভূমি : ৯২.৮ এফএম
৮ সিটি এফএম : ৯৬.০ এফএম
৮ এশিয়ান রেডিও : ৯০.৮ এফএম
৮ কালারস রেডিও : ১০১.৬ এফএম
৮ রেডিও স্বাধীন : ৯২.৪ এফএম
৮ রেডিও মেট্টোপলিটন :
৮৮.৮ এফএম
৮ রেডিও ক্যাপিটাল : ৯৪.৮ এফএম
অনলাইন রেডিও
৮ রেডিও ঢাকা :
www.radiodhaka.net
৮ রেডিও গুনগুন :
www.radiogoongoon.com
৮ ইটিউন :www.etune24.com
৮ রেডিও সার্কেল :
www.radiocirclebd.com
৮ রেডিও তুফান :
www.radio2fun.com
৮ লেমন রেডিও :
www.lemon24.com
৮ রেডিও আহা :
www.radioaha.com
৮ রেডিও কলের গান :
www.radiokolergan.com
৮ রেডিও বেস্টওয়ে :
www.radiobestway.com
৮ রেডিও স্বদেশ :
www.radioswadesh.com
৮ রেডিও স্বাধীন দেশ :
radioshadhindesh.com
মন্তব্য করুন