লেখা ও ছবি :মোকারম হোসেন |
লেখা ও ছবি :মোকারম হোসেন
প্রকাশ: ০৬ মার্চ ১৫ । ০০:০০
প্রকাশ: ০৬ মার্চ ১৫ । ০০:০০
গামারি বেশ উঁচু ধরনের গাছ। কাণ্ড সরল,
উন্নত ও প্রায় সাদা রঙের। শাখা ঊর্ধ্বমুখী হলেও প্রশাখান্ত কিছুটা নুয়ে থাকে। পাতা বেশ বড়, দেখতে পানের মতো। ডালের দু'পাশে সমভাবে বিন্যস্ত থাকে। উপরিভাগের রং ঘন-সবুজ, নিচটা পা ুর। গামারির পাতা ঝরানোর মৌসুম শীতকাল। ফাল্গুনের প্রথমভাগেই পাতাহীন ডালপালায় নামে পুষ্প-পাবন। ফুলের রং বাদামি-হলুদ, পাপড়ি রোমশ, দ্বিধাবিভক্ত ও সুগন্ধি। ফুল ঝরে পড়ার পরপরই আসে ফল। গোলাকার পরিপকস্ফ ফলের রং ম্লান-হলুদ। ফল পাকার মৌসুম গ্রীষ্মকাল। দারুমূল্যের দিক থেকে সেগুন কাঠের পরপরই গামারির স্থান। গামারি ভেষজগুণেও অনন্য। এর শিকড় পেট ব্যথা, দাহ ও জ্বরে ব্যবহার্য। ফল কুষ্ঠ, চর্মরোগ, রক্তদোষ ও চুল ওঠার ওষুধ হিসেবে কাজে লাগে। গামারি সবচেয়ে ভালো হয় আমাদের দেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম এলাকায়।
মন্তব্য করুন