আনন্দ প্রতিদিন প্রতিবেদক |
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ১৫ । ০০:০০
প্রকাশ: ১৮ এপ্রিল ১৫ । ০০:০০
সাফি উদ্দিন সাফি বলেন, '৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও তখন দেশের রাজনৈতিক অবস্থায় মুক্তি দেওয়া হয়নি। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এ ছবিতে শুভকে ভিন্ন রূপে দেখতে পাবেন দর্শকরা। সব মিলিয়ে বর্তমান সময়ের দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।'
'ওয়ার্নিং'-এ গান রয়েছে ৬টি। এগুলো লিখেছেন কবির বকুল। শওকত আলী ইমনের সঙ্গীত পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, ন্যান্সি, কনা, রূপম, দিনাত জাহান মুন্নী, রমা ও সায়মন।
মন্তব্য করুন