সমকাল প্রতিবেদক, রংপুর অফিস ও পীরগঞ্জ সংবাদদাতা |
সমকাল প্রতিবেদক, রংপুর অফিস ও পীরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১০ মে ১৫ । ০০:০০
প্রকাশ: ১০ মে ১৫ । ০০:০০সকালে রংপুরের পীরগঞ্জের লালদীঘির ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হক বাবলু পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। পরে কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বিকেলে দলীয় কার্যালয়ে মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ধানমণ্ডিতে মরহুমের বাসভবন সুধা সদনে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রিবর্গ, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিলে ড. ওয়াজেদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদদের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ ও দোয়া মাহফিল করেছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে স্মরণসভা করেছে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। স্বাধীনতা পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে।
মন্তব্য করুন