মো. হাবিবুর রহমান ওবায়েদ, শাখা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার সাভার, শাখা |
মো. হাবিবুর রহমান ওবায়েদ, শাখা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার সাভার, শাখা
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ১৮ । ০০:০০
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ১৮ । ০০:০০
(গত আলোচনার পর থেকে)
ব্যাকরণ অংশ
ব্যাকরণ
৯। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর : ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে চালিত বাতাসের চাপের স্বল্পতা হলে অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। যেমন- ক, গ ইত্যাদি। (বর্গের ১ম ও ৩য় বর্ণ)
১০। মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর : ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসচালিত বাতাসের চাপের আধিক্যকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন- খ, ঘ ইত্যাদি।
১১। অন্তঃস্থ ধ্বনি কাকে বলে?
উত্তর : স্পর্শ ও উষ্ফ্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে য, র, ল, ব এ ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলে। আর এই বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ।
১২। বর্ণ কাকে বলে?
উত্তর : ধ্বনিকে প্রকাশ করতে আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বর্ণ বলে। বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা ৫০টি। এদের একত্রে বর্ণমালা বলে।
১৩। কণ্ঠ বর্ণ কোনগুলো?
উত্তর : ক, খ, গ, ঘ, ঙ।
১৪। তালব্য বর্ণ কোনগুলো?
উত্তর : চ, ছ, জ, ঝ, ঞ।
১৫। মূর্ধন্য বর্ণ কোনগুলো?
উত্তর : ট, ঠ, ড, ঢ, ণ।
১৬। দন্ত্য বর্ণ কোনগুলো?
উত্তর : ত, থ, দ, ধ, ন।
১৭। ওষ্ঠ্য বর্ণ কোনগুলো?
উত্তর : প, ফ, ব, ভ, ম।
১৮। নাসিক্য বর্ণ কোনগুলো?
উত্তর : ঙ, ঞ, ণ, ন, ম। (বর্গের ৫ম বর্ণ)
১৯। শব্দের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উত্তর : ধ্বনি।
২০। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর : কার।
২১। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর : ফলা।
২২। ভাষার ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উত্তর : ধ্বনি।
২৩। উষ্ফ্ম বর্ণ কোনগুলো?
উত্তর : শ, ষ, স, হ।
২৪। য-এর উচ্চারণ স্থানগত অবস্থান কি?
উত্তর : তালব্য।
২৫। র-এর উচ্চারণ স্থানগত নাম কী?
উত্তর : কম্পনজাত ধ্বনি।
২৬। কোন বর্ণ উচ্চারণে বায়ুর প্রাধান্য থাকে?
উত্তর : উষ্ফ্ম বর্ণ।
২৭। বর্গের কত নম্বর বর্ণটি নাসিক্য হয়?
উত্তর : পঞ্চমটি।
২৮। তাড়নজাত ধ্বনি কোনগুলো?
উত্তর : ড়, ঢ়।
২৯। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর : ১০টি।
৩০। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
উত্তর : ৮টি।
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]
মন্তব্য করুন