নবম-দশম শ্রেণির পড়াশোনা
বাংলা দ্বিতীয় পত্র
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮
স্বপ্না সরকার, সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অধ্যায় :সন্ধি
১। 'অ' কার কিংবা 'আ' কারের পর 'ই' কার কিংবা 'ঈ' কার থাকলে উভয়ে মিলে-
(ক) ঈ-কার হয় (খ) উ-কার হয়
(গ) ও-কার হয় (ঘ) এ-কার হয়
২। 'নীরব' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) নি + রব (খ) নিঃ + রব
(গ) র্নি + রব (ঘ) নীঃ + রব
৩। 'ঈ' কারের পর 'ঈ' কার মিলে যে 'ঈ' কার হয় তার উদাহরণ কোনটি?
(ক) দিল্লীশ্বর (খ) অগ্ন্যুৎপাত
(গ) অত্যুচ্চ (ঘ) অতীত
৪। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
(ক) নিপাতনে সিদ্ধ সন্ধি (খ) স্বরসন্ধি
(গ) বিসর্গ সন্ধি (ঘ) ব্যঞ্জন সন্ধি
৫। 'বিদ্যালয়' কোন সূত্রের সন্ধি?
(ক) অ + অ (খ) অ + আ
(গ) আ + আ (ঘ) আ + অ
৬। উপরি + উপরি- সন্ধি সাধিত শব্দ কোনটি?
(ক) উপর্যুপরি (খ) উপর্যপরি
(গ) উপরি উপার (ঘ) পুনরাপি
৭। 'রাজ্ঞী'-এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
(ক) রাজ্ + নী (খ) রাগ + গী
(গ) রাজন + গী (ঘ) রাজা + গি
৮। 'বৃষ্টি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) বৃস + টি (খ) বৃশ + টি
(গ) বৃষ্ + তি (ঘ) বৃষ + টি
৯। 'ষোড়শ'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ষট + অশ (খ) ষট্ + দশ
(গ) ষড় + অশ (ঘ) ষড় + দশ
১০। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
(ক) পবন (খ) গবাক্ষ
(গ) পরিচ্ছদ (ঘ) সজ্জন
১১। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
(ক) সংস্কার (খ) অতএব
(গ) সংশয় (ঘ) মনোহর
১২। 'গায়ক' এর সন্ধি কোনটি?
(ক) গা + ওক (খ) গা + অক
(গ) গা + য়ক (ঘ) গৈ + অক
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]