প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
জ্যোতি ভূষণ বিশ্বাস, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১. টিবিয়া-ফিবুলা-এর বৈশিষ্ট্য-
র. টিবিয়া ও ফিবুলা নামক দুটি অস্থি নিয়ে গঠিত
রর.অস্থিদ্বয় লম্বালম্বিভাবে পরস্পর সমান্তরালভাবে পাশাপাশি অবস্থিত
ররর. অগ্রপ্রান্তে মস্তক ও বৃহৎ ট্রক্যান্টার আছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২. কোথায় ভিটামিন ই১২ জমা হয়?
ক. যকৃৎ খ. ক্ষুদ্রান্ত্র
গ. বৃহদান্ত্র ঘ. পাকস্থলী
৩. কোনটি সার্বজনীন গ্রহীতা?
ক. ্তুঅ্থ খ. ্তুঅই্থ গ. ্তুই্থ ঘ. ্তুঙ্থ
৪. পেসমেকার চালিত ব্যাটারির আয়ুস্কাল কত?
ক. ১০ বছর খ. ১২ বছর
গ. ১৪ বছর ঘ. ১৫ বছর
৫. কোন প্রক্রিয়ায় ঙ২ বায়ুথলি হতে কৈশিক নালির রক্তে প্রবেশ করে?
ক. অভিস্রবণ খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. ব্যাপন
৬. বৃক্কের রঙ কীরূপ?
ক. হালকা সবুজ খ. হলুদাভ নীল
গ. খয়েরি সবুজ ঘ. খয়েরি লাল
৭. ইউরেটারের কাজ হলো-
র. বৃক্ক থেকে মূত্র মূত্রথলিতে বহন করে
রর. পেশিময় কপাটিকার ফলে ইউরেটর থেকে মূত্রগমন নিয়ন্ত্রণ করে
ররর. ভেষজ পদার্থসমূহ দেহ থেকে অপসারণ করে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. ররর ঘ. র, রর ও ররর
মানব মস্তিস্কের সর্ববৃহৎ অংশ যা দুটি অসম্পূর্ণভাবে বিভক্ত লোবের সমন্বয়ে গঠিত। এটিকে ৪টি অঞ্চলে বিভক্ত করা হয়।
উপরের তথ্যের ভিত্তিতে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
৮. উদ্দীপকে কোন অংশের কথা বলা হয়েছে?
ক. ব্যাসাল গ্যাংগ্লিয়া খ. সেরিব্রাল কর্টেক্স
গ. সেরিব্রাম ঘ. কর্পাস স্ট্রায়েটাম
৯. উক্ত অংশের ক্ষেত্রে প্রযোজ্য-
র. এতে কর্পাস ক্যালোসাম থাকে
রর. ফ্রন্টাল এটির একটি অঞ্চল
ররর. এতে সেরিব্রাল কর্টেক্স বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
১০. আইরিস কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত?
ক. যোজক খ. পেশি
গ. অলফ্যাকটরি ঘ. অটোনমিক
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]