প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, (বাংলা) রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রবন্ধ : আমার পথ
- কাজী নজরুল ইসলাম
১। যার মনে মিথ্যা আশ্রয় করে থাকে সে কাকে ভয় পায়?
ক) সত্যকে খ) মিথ্যাকে
গ) ভালোকে ঘ) মন্দকে
২। কোনটিকে অহঙ্কার বা স্পর্ধা বললে ভুল হবে?
ক) বিনয় প্রকাশ খ) সম্মান প্রদর্শন
গ) স্পষ্ট কথা ঘ) সদালাপ
নিচের উদ্দীপকটি পড়ে এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রোন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
৩। উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে-
র. অন্যায়ের প্রতিবাদ রর. মঙ্গল সাধন
ররর. দাসত্বের অবসান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৪। উদ্দীপকের অত্যচারী 'আমার পথ' প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
ক) অভিশাপ-রথের সারথি খ) অহঙ্কারে পৌরুষ
গ) স্পষ্টভাষী ঘ) মিথ্যার জল
৫। ভুলের মাধ্যমে আমরা কী পেতে পারি?
ক) সত্য খ) মিথ্যা গ) ভয় ঘ) জ্ঞান
৬। কোন ব্যক্তি অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক) নিজ ধর্ম বিশ্বাসী খ) জ্ঞানী
গ) সৎ ঘ) নাস্তিক
৭। নিজেকে চিনলে মানুষের মনে কী আসে?
ক) সাহস খ) জোর গ) বিশ্বাস ঘ) দম্ভ
৮। মানুষের অমর্যাদা হয় কিসে?
ক) মিথ্যা বিনয়ে খ) অহঙ্কারে
গ) বাইরের ভয়ে ঘ) অন্তরের ভয়ে
৯। 'সারথি' শব্দের অর্থ কী?
ক) ঘোড়া চালক খ) গাড়ি চালক
গ) রথ চালক ঘ) উট চালক
১০। 'আমার পথ' প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
ক) দুর্দিনের যাত্রী খ) রুদ্র-মঙ্গল
গ) রাজবন্দির জবানবন্দি ঘ) যুগ-বাণী
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
মানুষ মাত্রই ভুল করে। জীবনের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে তাকে স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। ভুল থেকেই মানুষ সঠিক শিক্ষা পেতে পারে।
১১। উদ্দীপকটি কোন লেখকের লেখার সঙ্গে সঙ্গতিপূর্ণ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মোতাহের হোসেন চৌধুরী
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম
১২। উদ্দীপকের বক্তব্য অনুযায়ী লেখকের যে মতামত ব্যক্ত হয়েছে-
র. মানুষ সব সময় নিখুঁত কাজ করতে পারে না
রর. ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত
ররর. ভুলটাকে স্বীকারে আত্মশক্তি লোপ পায়
নিচের কোনটি সঠিক?
ক) রর খ) ররর
গ) র ও রর ঘ) রর ও ররর
১৩। কাজী নজরুল ইসলাম আমৃত্যু নির্বাক ছিলেন কেন?
ক) মানসিক আঘাতে খ) ব্রিটিশ সরকারের অত্যাচারে
গ) দুরারোগ্য ব্যাধিতে ঘ) বয়সের কারণে
১৪। কী কারণে সত্যের শিখা নিভে যেতে পারে?
ক) অজ্ঞতার কারণে খ) অহঙ্কারের কারণে
গ) মিথ্যার কারণে ঘ) সচেতনতার কারণে
১৫। কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়?
ক) সত্য প্রকাশের মাধ্যমে খ) বাহুবল দ্বারা
গ) মিথ্যার মাধ্যমে ঘ) ইচ্ছাশক্তি দ্বারা
১৬। প্রবন্ধকার সত্যকে কেন নমস্কার জানিয়েছেন?
ক) সত্য পথপ্রদর্শক বলে খ) সত্যই জীবন বলে
গ) সত্য সম্মানীয় বলে ঘ) সত্য অমোঘ বলে
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]