প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯
-প্রবৃদ্ধ কোণ : দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
-সমান্তরাল রেখা : একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদের সমান্তরাল সরল রেখা বলে।
-ছেদক :যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে ছেদক বলে।
-অন্তঃকেন্দ্র : ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু। এই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
সূত্র :উইকিপিডিয়া