- পাঠশালা
- ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা
পাঠশালা
এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
মুহম্মদ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
(গত আলোচনার পর)
১৬। ক্ষতিপূরণের সময় বীমা কোম্পানি যেসব বিষয় বিবেচনা করে তা হলো-
র. আনুপাতিক অংশগ্রহণ রর. প্রত্যক্ষ কারণ
ররর. সদ্বিশ্বাসের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৭। নিচের কোনটি সামাজিক বীমার অন্তর্গত?
ক. অগ্নিবীমা খ. বেকারত্ব বীমা
গ. দুর্ঘটনা বীমা ঘ. আজীবন বীমা
১৮। বীমাকৃত বিষয়বস্তুর ক্ষতিপূরণের প্রতিশ্রুতির প্রতিদান কী বলে?
ক. সমর্পণ মূল্য খ. প্রতিদান
গ. বার্ষিক বৃত্তি ঘ. বোনাস
১৯। লয়েডস শব্দটি কোন বীমার সঙ্গে সম্পৃক্ত?
ক. অগ্নি খ. জীবন গ. দুর্ঘটনা ঘ. নৌ
২০। নিচের কোনটি বীমা চুক্তির আইনগত উপাদানের অন্তর্গত?
ক. প্রত্যক্ষ কারণ খ. বীমাযোগ্য স্বার্থ
গ. নির্দিষ্টতা ঘ. আনুপাতিক অংশগ্রহণ
উত্তর : ১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. গ
১। জীবন বীমার প্রিমিয়াম হার নিচের কোনটির ওপর নির্ভর করে?
র. বীমা গ্রহীতার বয়স রর. বীমাপত্রের মূল্য
ররর. বিনিয়োগের সুদের হার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২। বীমাকারী কর্তৃক অন্যের ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্যকে কী বলে?
ক. বোনাস খ. বার্ষিক বৃত্তি
গ. মুনাফা ঘ. প্রিমিয়াম
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]