প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডেমরা, ঢাকা
(গত আলোচনার পর)
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
তৃতীয় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি
১৯। একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৭৫টি লিচুর দাম কত?
উত্তর :২২৫ টাকা
২০। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বার্ষিক আয় কত?
উত্তর :১২৭৭৫০ টাকা
২১। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত?
উত্তর :৮৭৫ টাকা
২২। ঐকিক নিয়মে প্রথমে ক'টি জিনিসের দাম বের করতে হয়?
উত্তর :১টি
২৩। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত?
উত্তর :১৬ টাকা
২৪। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে ক'টি খাতার দাম বের করতে হবে?
উত্তর :১টি
২৫। ৮টি কলার দাম ৩২ টাকা হলে, ১ হালি ২টি কলার দাম কত?
উত্তর :২৪ টাকা
২৬। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত?
উত্তর :১৬ টাকা
২৭।মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে?
উত্তর :৫৫০ টাকা
২৮। পুত্রের বয়সের ৫ গুণ ৮০ বছর হলে পুত্রের বয়স কত?
উত্তর :১৬ বছর
২৯। তামিমার ৪৬২০৫১ টাকা আছে। নাসরিনের ৪০১২৬৫ টাকা আছে। কার বেশি টাকা আছে বের করতে হলে কী করতে হবে?
উত্তর :তামিমার টাকা থেকে নাসরিনের টাকা বিয়োগ করতে হবে
৩০। পুত্রের বয়স পিতার বয়সের অংশ, পিতার বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর :৭ বছর
৩১। মিনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মিনাসহ তার বন্ধুর সংখ্যা কতজন?
উত্তর :৫ জন
৩২। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর :৫০ টাকা
৩৩। ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত?
উত্তর : ৯০ টাকা
৩৪। ৩০ জন ছাত্র ১৫.৭৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে?
উত্তর :৪৭২.৫ টাকা
৩৫। একটি কলমের দাম ৫ টাকা হলে, ৬৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে?
উত্তর :১৩টি