প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
মুহম্মদ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
বহুনির্বাচনী প্রশ্ন
১। নগদ বাট্টা পাওয়া গেলে কোনটি ডেবিট হবে?
ক. নগদান হিসাব খ. বাট্টা হিসাব
গ. পাওনাদার হিসাব ঘ. দেনাদার হিসাব
২। সহকারী খতিয়ান ক'টি হতে পারে?
ক. ২টি খ. ৩টি
গ. ৫টি ঘ. যে কোনো সংখ্যক
৩। খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ কোনটি?
ক. পোস্টিং খ. ব্যালেন্সিং
গ. উদ্বৃত্ত নির্ণয় ঘ. সমীকরণ
৪। হিসাবচক্রের শেষ ধাপ কোনটি?
ক. কার্যপত্র প্রস্তুত
খ. আর্থিক বিবরণী প্রস্তুত
গ. হিসাব-পরবর্তী রেওয়ামিল
ঘ. সমাপনী দাখিলা
৫। মুনাফা জাতীয় আয়-ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন?
ক. প্রারম্ভিক দাখিলা খ. সংশোধনী জাবেদা
গ. সমাপনী দাখিলা ঘ. সমন্বয় দাখিলা
উত্তর : ১.গ ২.ঘ ৩.ক ৪.গ ৫.গ
বহুনির্বাচনী প্রশ্ন
১। হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
(ক) লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
(খ) আর্থিক অবস্থা নির্ণয়
(গ) ফলাফল নির্ণয়
(ঘ) ব্যয় নিয়ন্ত্রণ
২। স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটি কেমন প্রতিষ্ঠান?
(ক) অমুনাফাভোগী
(খ) মুনাফাভোগী
(গ) সরকারি (ঘ) বেসরকারি
৩। সরকারের রাজস্ব আদায়ের উৎস-
র. কর রর. শুল্ক্ক ররর. ভ্যাট
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর (খ) রর, ররর
(গ) র, ররর (ঘ) র, রর ও ররর
৪। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
(ক) আয় ও ব্যয়
(খ) দায় ও সম্পদ
(গ) সুবিধা ও অসুবিধা
(ঘ) গ্রহণ ও প্রদান
৫। সাধারণত ক্যাশমেমো কয় প্রস্থে প্রস্তুত করা হয়?
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]