- পাঠশালা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাঠশালা
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পড়াশোনা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আবু সালেহ মো. সায়েম প্রভাষক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠশালায় তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১। ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য প্রমা কোথায় গিয়েছিলেন?
ক. এটিএম বুথে খ. শপিং মলে
গ. ব্যাংকে ঘ. অফিসে
২। ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?
ক. চেক বই খ. ভালো সম্পর্ক
গ. ডেবিট বা ক্রেডিট কার্ড ঘ. পিন কোড
৩। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কী প্রয়োজন?
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. কি বোর্ড
৪। জাতীয় ওয়েব পোর্টাল কী?
ক. সরকারি তথ্যাদি প্রকাশ
খ. সরকারি তথ্যাদি গোপন রাখা
গ. সরকারি তথ্যাদি লুকানো
ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান
৫। জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?
ক. www.bangla.gov.bd
খ. www.bangladesh.gov.db
গ. www.bangladesh.org.bd
ঘ. www.bangladesh.gov.bd
৬। ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?
ক. ই-সেবাকেন্দ্র থেকে খ. অফিস থেকে
গ. কম্পিউটার থেকে ঘ. থানা থেকে
৭। ই-পর্চা কী ধরনের সেবা?
ক. স্বাস্থ্যসেবা খ. চিকিৎসাসেবা
গ. এক ধরনের নাগরিক সেবা ঘ. আইনসেবা
৮। অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?
ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড গ. ই-বুক ঘ. ই-কমার্স
৯। ঊ-ইড়ড়শ-এর পূর্ণনাম কী?
ক. ঊষবপঃৎড়হরপ ইড়ড়শরহম
খ. ঊষবপঃৎড়হরপ ইড়ড়শ
গ. ঊষবপঃৎরপ ইড়ড়শ ঘ. ঊষবপঃরড়হ ইড়ড়শ
১০। সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম-
ক. িি.িবনড়ড়শ.মড়া
খ. িি.িবনড়ড়শ.নফ
গ. িি.িবনড়ড়শ.মড়া.নফ
ঘ. িি.িবনড়ড়শ.নফ.মড়া
১১। ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?
ক. পুর্জি খ. ই-বুক
গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি
১২। বর্তমানে কৃষকরা কীভাবে পুর্জি পাচ্ছেন?
ক. রেডিওতে খ. ফোনে
গ. ল্যাপটপে ঘ. কম্পিউটারে
১৩। টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?
ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
খ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
গ. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া
১৪। চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?
ক. যোগাযোগের কারণে খ. উন্নত তদারকির কারণে
গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে ঘ. পরিবেশের কারণে
১৫। মানুষের জিনোমরহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে?
ক. ডাক্তারের খ. কেমোথেরাপির
গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের
১৬। সত্তর দশকে আরপানেটে কোন ভাইরাসটি চিহ্নিত করা হয়েছিল?
ক. নিমতা ভাইরাস খ. এলক ভাইরাস
গ. ক্রিপার ভাইরাস ঘ. ব্রেইন ভাইরাস
১৭। রুটকিটস কী?
ক. এক ধরনের নেটওয়ার্ক খ. ইন্টারনেট ব্রাউজার
গ. এক ধরনের ম্যালওয়ার ঘ. হার্ডওয়্যার
১৮। ইন্টারনেট ব্যবহার করে হুমকি প্রদর্শন কী ধরনের অপরাধ?
ক. ডাকাতি খ. ছিনতাই
গ. ঘুষ গ্রহণ ঘ. সাইবার ক্রাইম
[ বাকি অংশ পরে প্রকাশিত হবে ]