প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, (বাংলা) রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
(গত আলোচনার পর)
মডেল প্রশ্ন-২
১৬। উক্ত রচনায় উপস্থাপিত হয়েছে-
ক) ইতর প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধ
খ) বাঙালির স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা
গ) অনৈতিক পথ পরিহারের আহ্বান ঘ) জাতীয় সংস্কৃতির গুরুত্ব অনুধাবন
১৭। 'বাবা পাওয়া' গল্পটি পাঠ করে বয়োজ্যেষ্ঠদের বিস্মিত ও অভিভূত হওয়ার কারণ হিসেবে কিশোরদের কোন গুণটি সমর্থনযোগ্য?
ক) সততা খ) বুদ্ধি গ) পরামর্শ ঘ) নেতৃত্ব
১৯। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) আকুতি ঘ) আক্ষেপ
২০। লালন জেতের ফাতা কোথায় বিকিয়েছে?
ক) সাত বাজারে খ) হাটে গ) মেলায় ঘ) শহরে
২১। 'হাতিগুলো আকাশে উড়ছে'- বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক) আসত্তির খ) আকাঙ্ক্ষার গ) গঠনের ঘ) যোগ্যতার
২২। কবি আবদুল গাফ্ফার চৌধুরী 'ক্ষ্যাপা বুনো' বলতে বুঝিয়েছেন-
ক) বনের হিংস্র জন্তুদের
খ) পাকিস্তানি শোষকদের
গ) ইংরেজ শাসকদের
ঘ) একাত্তরের দালালদের
২৩। বিস্ময়চিহ্ন কোনটি?
ক) ? খ) ! গ) " " ঘ) ;
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
এই সুন্দর ফুল সুন্দর ফল/মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবাণী
২৪। উদ্দীপকের বিষয় চিত্রের সঙ্গে নিচের কোন কবিতাটি তুলনীয়?
ক) দুই বিঘা জমি খ) বাবুরের মহত্ত্ব
গ) প্রার্থনা ঘ) নারী
২৫। উক্ত কবিতায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে-
র. স্রষ্টার প্রতি নিবেদন রর. স্রষ্টার অপার অনুগ্রহ ররর. সাম্যনীতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
২৬। 'জানুয়ারি' বানানে হ্রস্ব-ই-কার হওয়ার কারণ কী?
ক) তৎসম শব্দ বলে
খ) অতৎসম শব্দ বলে
গ) বানানের নিয়মের কারণে ঘ) মাসের নাম বলে
২৭। 'তৈলচিত্রের ভূত' গল্পে ডাক্তারের নাম কী?
ক) নগেন খ) গণেশ গ) পরাশর ঘ) সত্যানন্দ
২৮। 'সরবরাহ কম থাকলে বাজার গরম থাকে'- এই বাক্যে 'গরম' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
ক) উষ্ণ খ) চড়া গ) উগ্র ঘ) অহংকার
২৯। 'আবার আসিব ফিরে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) ধূসর পাণ্ডুলিপি খ) রূপসী বাংলা গ) ঝরাপালক ঘ) বনলতা সেন
৩০। 'আষাঢ়ে গল্প'-অর্থ কী?
ক) বৃদ্ধি লোপ খ) অসম্ভব কল্পনা গ) মন্দ ভাগ্য ঘ) গাঁজাখুরি
উত্তর:১ ক ২ ঘ ৩ খ ৪ গ ৫ ক ৬ গ ৭ ক ৮ ঘ ৯ খ ১০ ক ১১ খ ১২ খ ১৩ খ ১৪ খ ১৫ ঘ ১৬ ঘ ১৭ ঘ ১৮ ক ১৯ খ ২০ ক ২১ ঘ ২২ খ ২৩ খ ২৪ গ ২৫ ক ২৬ খ ২৭ গ ২৮ খ ২৯ খ ৩০ ঘ