- পাঠশালা
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পাঠশালা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
নাসিমা খাতুন জলি, সহকারী শিক্ষক, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. কোন মৌলিক অধিকারটি নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন?
২. ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হয় কেন?
৩. ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন করা হয় কেন?
৪. আমরা কীভাবে আমাদের মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারি?
৫. ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময়?
৬. কত তারিখে যৌথবাহিনী গঠন করা হয়? যৌথবাহিনীর প্রধান কে ছিলেন?
৭. নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?
৮. বেগম রোকেয়াকে তুমি কী বলে অভিহিত করবে?
৯. আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? ঢাকার আহসান মঞ্জিল কীভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে?
১০. বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে কেন?
১১. তুমি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলে তোমার কোন অধিকারের লঙ্ঘন ঘটে?
১২. নারী নির্যাতনের মূল কারণ কী?
১৩. ম্রোরা তাদের বাড়িকে কী বলে? ম্রো ধর্মগোষ্ঠীর ধর্মের নাম কী?
১৪. তোমার এলাকার শিশুদের টিকাদান কর্মসূচি তোমাকে জাতিসংঘের কোন সংস্থার অবদানকে মনে করিয়ে দেয়?
১৫. সার্কের পুরো নাম লেখ। সার্কের সদস্য কতটি রাষ্ট্র?
গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ
১. মুক্তিবাহিনী গঠন করা হয় ১৯৭১ সালের ...।
২. ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া ... করেন।
৩. সমাজের বিভিন্ন ... মেনে চলব।
৪. ... বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
৫. অতীতকাল থেকে পার্বত্য অঞ্চলে ... নৃগোষ্ঠী রয়েছে।
৬. প্রতি বছর ১৬ ডিসেম্বর আমরা ... পালন করি।
৭. ... পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে।
৮. বৌদ্ধ বিহারের চারপাশে ১৭৭টি ... আছে।
৯. আহসান মঞ্জিল ছিল ... নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ।
১০. রংপুর জেলায় ... চাষ বেশি হয়।
১১. ... কাজটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর।
১২. শুস্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ... হয়।
১৩. ... অটিস্টিক শিশুরা ভীষণ উত্তেজিত হতে পারে
১৪. ম্রো জনগোষ্ঠী ... জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করে।
[ বাকি অংশ পরে প্রকাশিত হবে ]