সিনিয়র সহকারী শিক্ষিকা
ভিকারুননিসা নূন স্কুল
ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজকের পাঠশালায় তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের ওপর আলোচনা। প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
১। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক. সমীভবন খ. বিষমীভবন
গ. স্বরসঙ্গতি ঘ. সমীকরণ
২। সংখ্যা গণনার মূল একক কী?
ক. শূন্য খ. এক
গ. এক+এক ঘ. এক গুণ
৩। 'বধ্'- শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় কোনটি?
ক. বধ্+অ খ. বধ্+অল
গ. বধ্+ঘঞ ঘ. হন্+অল
৪। 'সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল'- বাক্যে 'সূর্য' কোন ধরনের কর্তা?
ক. অসমান কর্তা খ. নিরপেক্ষ কর্তা
গ. এককর্তা
ঘ. শর্তাধীন কর্তা
৫। নিচের কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?
ক. চার আর তিনে সাত হয়
খ. শিকারি পাখিটিকে গুলি করল
গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
ঘ. হাসান বই পড়ছে
৬। নিচের কোন শব্দটি 'নী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয়?
ক. কামারনী খ. ধোপানী
গ. ভাগনী ঘ. মজুরনী
৭। নিচের কোনটি বিদেশাগত ধাতু?
ক. বন্ধ্ খ. ফি
গ. হস্ ঘ. কথ্
৮। নিচের কোনটি পারিভাষিক শব্দ?
ক. রেডিও খ. ম্যানেজার
গ. ফাইল ঘ. সাময়িকী
৯। কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?
ক. সত্য বলবে খ. তোমার নাম কী?
গ. মানুষ হও
ঘ. শিক্ষককে মান্য করবে
১০। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. মালিকা খ. বালিকা
গ. নবীনা ঘ. কনিষ্ঠা
১১। 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা'- এ বাক্যে 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে দ্বিতীয়া
খ. কর্তৃকারকে দ্বিতীয়া
গ. কর্মকারকে ষষ্ঠী
ঘ. কর্তৃকারকে ষষ্ঠী
[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]
মন্তব্য করুন