- পাঠশালা
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
পাঠশালা
এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
সহকারী অধ্যাপক
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
ঢাকা
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠশালায় তোমাদের জন্য থাকছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা।
(গত আলোচনার পর)
বহুনির্বাচনী প্রশ্ন
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
কুমিল্লার নিমসারের সবজি চাষিরা একটি সমবায় সমিতি গড়ে তুলেছেন। তারা থানা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রশিক্ষণ পাচ্ছেন। নিজেরাও এখন অনেক সংঘবদ্ধ। তাদের কাজকর্ম দেখে পাশের গ্রামগুলোতে কৃষকদের মধ্যে এ ধরনের সমবায় গড়ার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
১৪। কোন পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য অনূকূল ?
(ক) প্রাকৃতিক (খ) অর্থনৈতিক
(গ) প্রযুক্তিগত (ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর :ক
১৫। শিল্পোদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো্ত
র. কপিরাইট রর. ট্রেডমার্ক ররর. পেটেন্ট
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ঘ
১৬। কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে?
(ক) প্রাইভেট লিমিটেড কোম্পানি
(খ) পাবলিক লিমিটেড কোম্পানি
(গ) নিবন্ধিত কোম্পানি (ঘ) হোল্ডিং কোম্পানি
সঠিক উত্তর :ক
১৭। ঢ়ঢ়ঢ়তে কোন খাতকে সেবা তৈরির জন্যে সরকার নিবন্ধন দিয়ে থাকে?
(ক) সরকারি (খ) বেসরকারি
(গ) আন্তর্জাতিক (ঘ) স্বায়ত্তশাসিত
সঠিক উত্তর : খ
১৮। যোগাযোগ প্রযুক্তি সংশ্নিষ্ট গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কোনটি?
(ক) সফটওয়্যার (খ) মডেম
(গ) হার্ডওয়্যার (ঘ) স্ক্যানার
সঠিক উত্তর : খ
১৯। সামাজিক পরিবেশের উপাদান হলো -
র. ভোক্তাদের মনোভাব রর. ব্যাংকিং ররর. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর
সঠিক উত্তর : খ
২০। কোন ধরনের পত্র পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে?
(ক) প্রত্যয়ন পত্র (খ) নিবন্ধন পত্র
(গ) কার্যারম্ভের অনুমতিপত্র (ঘ) বিবরণ পত্র
সঠিক উত্তর :গ
২১। পাশের গ্রামগুলোর কৃষকদের আগ্রহের কারণ হতে পারে-
র. চাষিরা ঐক্যবদ্ধ হলে ভালো কিছু করা সম্ভব
রর. একমাত্র সমবায়ই মধ্যস্থ ব্যবসায়ীর দৌরাত্ম্য হ্রাস করতে পারে
ররর. সমবায় করলে সরকারের বিভন্ন সহযোগিতা লাভ সম্ভব
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর :ক
২২। সরকার ঘোষিত ভিশন ২০২১ এর গুরুত্বপূর্ণ কর্মসূচি কোনটি?
(ক) ঢ়ঢ়ঢ় (খ) ডিজিটালাইজেশন
(গ) এডিপি (গ) ব্যবসা-বাণিজ্যের প্রসার
সঠিক উত্তর :ক
২৩। প্রযুক্তিগত পরিবেশের উপাদান-
র. প্রযুক্তি শিক্ষা রর. কারিগরি শিক্ষা ররর. মানবসম্পদ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর
সঠিক উত্তর : ক
মন্তব্য করুন