- পাঠশালা
- প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
পাঠশালা
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি
দৈনন্দিন বিজ্ঞান
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০
ক) পারমাণবিক জ্বালানি খ) পীট কয়লা
গ) ফুয়েল সেল ঘ) সূর্য
২। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ-
ক) তাপ ও চাপ উভয়ই কাজ করে খ) তাপ সংরক্ষিত হওয়ায়
গ) উচ্চচাপে তরলের স্ম্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় ঘ) তাপ রান্নার সহায়ক
৩। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ের অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়-
ক) লাল, হলুদ, নীল খ) লাল, কমলা, বেগুনি
গ) হলুদ, সবুজ, নীল ঘ) লাল, নীল, সবুজ
৪। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে-
ক) মূল মধ্যরেখা খ) কর্কট ক্রান্তিরেখা
গ) মকর ক্রান্তিরেখা ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা।
৫। মাছ অক্সিজেন নেয়-
ক) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে খ) পানির ওপর নাক তুলে
গ) পানি পান করে ঘ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
৬। কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
ক) ভিটামিন এ খ) ভিটামিন সি
গ) লৌহ ঘ) ক্যালশিয়াম
৭। চিলির রাজধানী-
ক. বেইজিং খ. নাইরোবি
গ. সান্তিয়াগো ঘ. ফিজি
৮। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ-
ক) এতে বিদ্যুতের অপচয় কম হয়
খ) কম বিদ্যুৎ গিয়েও ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়।
৯। সংকর ধাতু পিতলের উপাদান হলো-
ক) তামা ও টিন খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল ঘ) তামা ও সিসা
১০। আমাদের দেহ কোষ রক্ত থেকে গ্রহণ করে-
ক) অক্সিজেন ও গল্গুকোজ খ) অক্সিজেন ও রক্তের আমিষ
গ) ইউরিয়া ও গল্গুকোজ
ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাই-অক্সাইড।
১১। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না-
ক) মহাকর্ষ বলের জন্য খ) মাধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
১২। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) পেট্রোলিয়াম খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস ঘ) বায়োগ্যাস
১৩। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল যা রূপান্তরিত করে-
ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
খ) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে
গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে
ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শাক্তিতে
১৪। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
ক) আয়ন বায়ু খ) প্রত্যয়ন বায়ু
গ) মৌসুমি বায়ু ঘ) নিয়ত বায়ু
১৫। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে; কারণ
ক) এরা অনেক ছোট খ) এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরি থাকে
গ) এরা পানিতে জন্মে ঘ) এদের পাতা অনেক কম থাকে।
১৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক) নাইট্রোজেন গ্যাস খ) মিথেন
গ) হাইড্রোজেন গ্যাস ঘ) কার্বন মনোক্সাইড
১৭। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
ক) পরমাণু খ) ইলেকট্রন গ) অণু ঘ) প্রোটন
উত্তর : ১। গ ২। গ ৩। ঘ ৪। খ ৫। ক ৬। গ ৭। গ ৮। ক ৯। খ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। ঘ ১৫। খ ১৬। খ ১৭। ক
গ্রন্থনা : তাওফিকুজ্জামান