মুহাম্মদ আরিফুর রহমান

সহকারী অধ্যাপক

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা



প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের হিসাববিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।



(গত আলোচনার পর)



বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর



৩৪। পাওনাদারকে ৩০০০ টাকা পরিশোধ করলে সমীকরণে প্রভাবিত হবে-

(ক) অ বৃদ্ধি পাবে (খ) ঊ হ্রাস পাবে

(গ) খ হ্রাস পাবে (ঘ) খ বৃদ্ধি পাবে

৩৫। প্রতিটি লেনদেনই প্রভাবিত করে-

(ক) মালিককে (খ) হিসাব সমীকরণকে

(গ) মূলধনকে (ঘ) আয়-ব্যয়কে

৩৬। মালিকানা স্বত্ব বাড়লে-

র. দায় কমতে পারে রর. সম্পদ বাড়তে পারে

ররর. সম্পদ কমতে পারে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৩৭। প্রতিটি লেনদেনের সমর্থনে কী থাকে?

(ক) উদ্দেশ্য (খ) মুনাফা

(গ) মালিকের আস্থা (ঘ) প্রমাণপত্র

৩৮। কিসের মাধ্যমে লেনদেনের সত্যতা নিশ্চিত করা যায়?

(ক) আদালতের (খ) বিচার-বিশ্নেষণের

(গ) প্রমাণপত্রের (ঘ) বিশ্বাসের

৩৯। লেনদেন লিপিবদ্ধকরণের কাজটি কে করেন?

(ক) মালিক (খ) ব্যবস্থাপক

(গ) হিসাবরক্ষক (ঘ) ক্যাশিয়ার

৪০। কোনগুলো লেনদেনের প্রমাণপত্র/দলিলপত্র?

(ক) ক্রয়, বিক্রয়, ফেরত

(খ) ডেবিট, ক্রেডিট, মূলধন

(গ) আয়, ব্যয়, খরচ

(ঘ) চালান, ভাউচার, ক্যাশ মেমো

৪১। ব্যবসায়িক লেনদেনের উৎস কোনগুলো?

(ক) ক্রয়, বিক্রয়, ব্যাংকে জমা

(খ) দোকান, অফিস ভাড়া নেওয়া

(গ) বাজেট করা, পরিকল্পনা প্রণয়ন

(ঘ) ব্যবসায়ে কম কিংবা বেশি মুনাফা হওয়া

৪২। পণ্য ক্রয় ও বিক্রয়ের প্রমাণ দলিল কোনটি?

(ক) চালান (খ) ভাউচার

(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট

৪৩। চালান কে প্রস্তুত করেন?

(ক) ক্রেতা (খ) বিক্রেতা

(গ) দেনাদার (ঘ) পাওনাদার

৪৪। চালানের ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ হয়-

র. ক্রয় জাবেদায় রর. বিক্রয় জাবেদায়

ররর. নগদান বইতে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

৪৫। ক্রেতার নিকট চালান কী নামে পরিচিত?

(ক) ক্রয় চালান (খ) বিক্রয় চালান

(গ) আন্তঃচালান (ঘ) বহিঃচালান

৪৬। বিক্রেতার নিকট চালান কী নামে পরিচিত?

(ক) ক্রয় চালান (খ) বিক্রয় চালান

(গ) আন্তঃচালান (ঘ) বহিঃচালান

৪৭। বিক্রেতা বিক্রীত পণ্যের মোট মূল্যের ওপর যে পরিমাণ টাকা ছাড়/মওকুফ করে দেয় তাকে কী বলে?

(ক) প্রাপ্ত বাট্টা (খ) প্রদত্ত বাট্টা

(গ) কারবারি বাট্টা (ঘ) নগদ বাট্টা

৪৮। পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের স্বপক্ষে কোন প্রমাণ পত্রটি ব্যবহূত হয়?

(ক) চালান (খ) ডেবিট ভাউচার

(গ) ক্রেডিট ভাউচার (ঘ) ক্যাশ মেমো

৪৯। ক্যাশবুকের ক্রেডিট পাশে লিখা হয় কোনটি?

(ক) ডেবিট ভাউচার (খ) ক্রেডিট ভাউচার

(গ) ডেবিট নোট (ঘ) ক্রেডিট নোট

৫০। ভাউচারে ধারাবাহিকভাবে কোনটি লিখতে হয়?

(ক) ছক (খ) টিকা (গ) নম্বর (ঘ) স্বাক্ষর

[বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল]

মন্তব্য করুন