শেখ শামীম আহমেদ
প্রিন্সিপাল
শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে মডেল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
সাধারণ জ্ঞান -২০
১। সঠিক উত্তরের পাশে টিক (চ) চিহ্ন দাও: ১ী৫=৫
১। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
চক। ইয়াংসিকিয়াং খ। ব্রহ্মপুত্র
গ। ইউফ্রেটিস ঘ। হোয়াংহো
২। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক। অস্ট্রেলিয়া খ। আফ্রিকা গ। ইউরোপ চঘ। এশিয়া
৩। পৃথিবীর মোট আয়তনের শতকরা কতভাগ স্থলভাগ?
ক। ৭১ ভাগ চখ। ২৯ ভাগ গ। ৩১ ভাগ ঘ। ৭৫ ভাগ
৪। বর্ণহীন প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে-
ক। খাদ্য তৈরি করা চখ। খাদ্য সঞ্চয় করা গ। ফুলের রং তৈরি করা ঘ। পাতার রং তৈরি করা
৫। বিজ্ঞানী রবার্ট হুক কত সালে কোষ আবিস্কার করেন?
ক। ১৬৫৫ সালে চখ। ১৬৬৫ সালে গ। ১৬৭৫ সালে ঘ। ১৬৮৫ সালে
২। এক কথায় উত্তর দাও ১ু ১০ = ১০
ক। নিউক্লিয়াসের কাজ কী?
- কোষের যাবতীয় কার্যবলি নিয়ন্ত্রণ করা।
খ। জীবের ভিত্তি বলা হয় কাকে?
-প্লোটোপ্লাজম
গ। কোন যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করা হয়? -অণুবীক্ষণ যন্ত্র
ঘ। কোষ কী?
- জীবদেহের গঠন ও কাজের একক
ঙ। গোল আলুর কোষে কোন পল্গাস্টিড থাকে
-লিউকোপ্লাস্ট
চ। অ্যান্টিভাইরাস কী?
- এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে।
ছ। কম্পিউটার বাগ কী?
-সফ্ওয়্যারে অন্তর্নিহিত ভুল।
জ। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? -২২০ ভোল্ট
ঝ। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশের নাম কী?
- মালদ্বীপ
ঙ। মাউন্ট এভারেস্টের উচ্চতাকে পরিমাপ করেন?
-রাধানাথ শিকদার
[যোগাযোগ-01714359692sk@gmail.com]
বিষয় : ক্যাডেট কলেজে ভর্তির প্রস্তুতি
মন্তব্য করুন