শেখ শামীম আহমেদ
প্রিন্সিপাল
শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা
শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। তোমাদের ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে মডেল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
১। সঠিক উত্তরটির পাশে টিক ((্র)) চিহ্ন দাও :
১ x ১০ = ১০
ক। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? i. ২ টি ii.. ৩ টি iii. ৪ টি i.৭ টি
খ। ব্যাকরণের কোন অংশে 'বাগধারা' আলোচিত হয়? i. ভাষাতত্ত্বে ii. ধ্বনিতত্ত্বে
iii. রূপতত্ত্বে রা. বাক্যতত্ত্বে
গ। ভাষার মূল উপকরণ কী?
i. বর্ণ ii. ধ্বনি
iii. বাক্য রা. শব্দ
ঘ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নের ব্যবহার করা হয়?
i. ইলেক চিহ্ন ii. কোলন
iiiv. কমা রা. সেমিকোলন
ঙ। 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
i. মৌলিক ii. যৌগিক
iii. তালব্য স্বরধ্বনি iv. মিলিত স্বরধ্বনি
চ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
i. ২০টি ii. ২১টি iii. ২২টি iv. ২৪টি
ছ। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
i. নাটিকা ii. নবীনা
iii. প্রথমা iv. মালিকা
জ। 'কার্যে বিরতি' কোন অর্থে বাগধারাটি প্রযোজ্য? i. হাতকরা ii. হাত থাকা
iii. হাত গুটান iv. হাত আশা
ঝ। ধাতুর সঙ্গে কোন বিভক্তি যোগে ক্রিয়াপদ গঠিত হয়?
i. নাম বিভক্তি ii. ক্রিয়া বিভক্তি
iii. শব্দ বিভক্তিiv. ষষ্ঠী বিভক্তি
ঞ। 'বিনে স্বদেশি ভাষা পুরে কি মনের আশা'- এখানে 'বিনে' কী অর্থে প্রকাশ পেয়েছে?
i. সঙ্গে ii. অভাব
iii, প্রয়োজন iv. আবশ্যিক
২। শূন্যস্থান পূরণ কর : ১ x ৫ = ৫
ক। উপসর্গ প্রধানত ৩ প্রকার।
খ। 'সাদা মেঘে বৃষ্টি হয় না'- এখানে 'মেঘ' অপাদানকারক।
গ। 'বিদুষী' শব্দের পুংলিঙ্গ বিদ্বান
ঘ। কপটচারী শব্দটির 'বাগধারা' ভিজে বিড়াল।
ঙ। 'ক' মৌলিক ধাতুর উদাহরণ।
৩। নিম্নলিখিত বাক্যগুলোর সত্য/মিথ্যা নির্ণয় কর : ১ x ৫ = ৫
ক। ভাষার অপরিহার্য অংশ অর্থবহ শব্দ। সত্য
খ। ক, খ, গ, ঘ, ঙ বর্ণগুলো জিহ্বামূলীয় কণ্ঠ ধ্বনি। সত্য
গ। বিস্ময় চিহ্ন বিস্ময়সূচক বাক্যের শেষে বসে। সত্য
ঘ। বিভক্তিযুক্ত শব্দকে প্রাতিপাদিক বলে। মিথ্যা
ঙ। 'সুযোগ' শব্দটির 'সু' আরবি উপসর্গ। মিথ্যা
৪। এক কথায় উত্তর দাও : ১ x১০ = ১০
ক। 'ঋ' ু কার ও 'র'-এর পরে কী ব্যবহূত হয়?
-ষ
খ। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হয়ে দস্ত্য ু 'স' মূর্ধন্য 'ষ' হয়? -ট, ঠ
গ। মৌলিক স্বরধ্বনি কয়টি? জিভের উচ্চতা অনুসারে 'অ্যা' কোন স্বরধ্বনি?
-৭টি এবং নিম্ন-মধ্য স্বরধ্বনি
ঘ। স্পর্শ বর্ণের শেষে থাকে যে, বর্ণগুলো তাদের কি বর্ণ বলা হয়?
-অন্তঃস্থ
ঙ। 'ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- এটি কোন কালের উদাহরণ?
-পুরাঘটিত বর্তমান
[যোগাযোগ-01714359692sk@gmail.com]
বিষয় : বাংলা
মন্তব্য করুন