
যাত্রা শুরু : বলছিলাম মবিন সিকদারের কথা। দু'বছর আগে দেখা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তখন থেকেই কাজ শুরু করেন তিনি। শুরুটা হয়েছিল একটা বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। ২০১৮ সালের ৩১ এপ্রিল যাত্রা শুরু করে 'সায়েন্স বী' নামের এই মাসিক ম্যাগাজিন। এখানেই থেমে থাকেনি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী নিয়ে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। 'আমাদের এ দুই বছরের এই যাত্রায় ম্যাগাজিন ছাড়াও ফেসবুক পেজ, নিজস্ব ইউটিউব চ্যানেল এবং দেড় লাখেরও বেশি বিজ্ঞান অনুরাগীকে নিয়ে 'সায়েন্স বী ফ্যামিলি' নামের ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে প্রতিনিয়ত বিজ্ঞানের নিত্যনতুন বিষয় চর্চা চলছে। সেইসঙ্গে কৌতূহলী, রহস্যময় এবং জটিল সব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা সংবলিত কনটেন্টও প্রকাশিত হচ্ছে নিয়মিত।' বলছিলেন মবিন।
আর এসব বিষয় সবার কাছে সহজলভ্য ও বোধগম্য করে তুলতে কাজ করে যাচ্ছে 'সায়েন্স বী'র স্বেচ্ছাসেবকরা। নিজেরা শেখার পাশাপাশি অন্যদেরও বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলছেন তারা। মবিন বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ব্যাপার হলো- দেশের প্রথম বাংলা ভাষায় বিজ্ঞান সংবাদমাধ্যম আমাদের তৈরি। যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ খবরসহ স্বাস্থ্য, চিকিৎসা ও সচেতনতামূলক সব আপডেট দেওয়া হচ্ছে, যা 'ডেইলি সায়েন্স' নামে আমাদের ওয়েবসাইট থেকে পরিচালিত হচ্ছে।' ওয়েবসাইট দেখলে অবাক হতে হয়, বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষার এমন চমৎকার আর গোছানো ওয়েবসাইট পাওয়া সত্যিই দুস্কর।
যা আছে ওয়েবসাইটে :ওয়েবসাইটে রয়েছে 'বী ব্লগ' নামের একটি প্ল্যাটফর্ম। যেখানে নতুন লেখকদের বিজ্ঞানবিষয়ক লেখালেখির প্রতিভা ঝালাইয়ের পাশাপাশি অভিজ্ঞ লেখকদের বিভিন্ন তথ্যবহুল লেখার সম্মিলনও রয়েছে। বর্তমানে ব্লগে ২০ জন লেখক নিয়মিত লিখছেন। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় দুইশ'র বেশি লেখা। এর আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো 'প্রশ্নোত্তরে বিজ্ঞান'। বাংলাদেশের সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরের আর্কাইভ এটি, যেখানে আছে আটশ'র বেশি প্রশ্নোত্তরের চমৎকার সংগ্রহ। বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রশ্ন চাইলেই এখান থেকে খুঁজে নিতে পারছে শিক্ষার্থীরা। রয়েছে প্রতিদিনের সংবাদ, ভিজুয়াল কনটেন্ট, কমিউনিটি লার্নিং। এ ছাড়া উত্তর না পেলে প্রশ্ন করার সুযোগও থাকছে এখানে। এমনকি বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং নতুন নতুন প্রশ্ন করার মাধ্যমে নিয়মিত পুরস্কারও জিতে নিচ্ছেন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা। ইতোমধ্যে সায়েন্স বী ৪০টি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেইসঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের দক্ষতা যাচাই করতে এক মাসব্যাপী প্রস্তুতিমূলক মডেল টেস্টেরও আয়োজন করেছে।
সায়েন্স বী টিম
এসব উদ্যোগের পাশাপাশি আরও চমকপ্রদ কিছু তথ্য জানান মবিন। তিনি বলেন, 'বর্তমানে আমরা চারটি টিমে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের ৩৫ জনের বেশি সদস্য কাজ করছি। টিমগুলো হলো ডিজাইন টিম, ভিডিও কনটেন্ট টিম, নিউজ রাইটিং টিম ও ম্যানেজমেন্ট টিম।
ডিজাইন টিমের সদস্যরা প্রতিদিন বিজ্ঞানসম্পর্কিত গবেষণাভিত্তিক নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফ্যাক্ট ডিজাইন করেন, যা প্রকাশিত হয় সায়েন্স বী-র অফিসিয়াল পেজ ও গ্রুপে। ভিডিও টিম নিয়মিত বিভিন্ন রকম মজাদার ও চমকপ্রদ বিষয়ের ওপর ভিডিও তৈরি করে, যা চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞান শিক্ষাকে আরও সহজ
করে তুলছে।
মন্তব্য করুন