- প্রিয় চট্টগ্রাম
- সুলতান উল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রিয় চট্টগ্রাম
সুলতান উল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী-সমকাল
কেএন আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামিদুল ইসলাম, মঞ্জুরুল হক চৌধুরী, সাংবাদিক আবদুল মতলব কালু, উজ্জ্বল বিশ্বাস, মো. শরীফ, হানিফ সওদাগর, নজরুল ইসলাম, হারুনুর রশীদ, মিজানুর রহমান, আলী ইসলাম মুন্না, মো. ইউসুফ প্রমুখ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাথরিয়া বাগমারা একাদশ বনাম পেকুয়া কক্সবাজার একাদশ। খেলায় ১-০ গোলে পেকুয়া কক্সবাজার একাদশ বিজয় লাভ করেন।
শাহজাহান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকে। এ সময় বাঁশখালী সমুদ্রসৈকতের কাথরিয়া হালিয়াপাড়া পয়েন্টে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন