- প্রিয় চট্টগ্রাম
- বাফার জোন বাগানের অবৈধ দখল উচ্ছেদ
প্রিয় চট্টগ্রাম
বন বিভাগের অভিযান
বাফার জোন বাগানের অবৈধ দখল উচ্ছেদ
দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন এলাহী জানান, দোহাজারী রেঞ্জের অধীন বৈতরণী বিটে ২০১৩-১৪ আর্থিক সালে সৃজিত স্বল্পমেয়াদি বাফার জোন বাগান দখল করে একটি চক্র ১০-১২ দিন আগে দুটি বসতঘর নির্মাণ ও লেবুবাগান সৃজন করে। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে গত বুধবার দুপুরে অভিযান চালিয়ে বসতঘর দুটি ও লেবুবাগান উচ্ছেদ করা হয়। এ সময় বৈতরণী বিট কর্মকর্তা আবদুস সাত্তার এবং ধোপাছড়ি ও বৈতরণী বিটের অন্য কর্মকর্তা, কর্মচারী ও ভিলেজাররা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত জায়গায় নতুন করে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করার প্রস্তুুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন