- প্রিয় চট্টগ্রাম
- মাদক তরুণ প্রজন্মের সর্বনাশ করছে
প্রিয় চট্টগ্রাম
সীতাকুণ্ডে পুলিশের সমাবেশে বক্তারা
মাদক তরুণ প্রজন্মের সর্বনাশ করছে

সীতাকুণ্ডে পুলিশের সমাবেশে বক্তব্য দেন ওসি ফিরোজ হোসেন মোল্লা- সমকাল
বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন চত্বরে বিট পুলিশিং কার্যালয়ের সহযোগিতায় ও সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহম্মেদের সভাপতিত্বে ছাত্রনেতা শাহরিয়ার রাশেদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অথিতি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, শীতলপুর উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন, ব্যবসায়ী সেলিম উদ্দিন মানিক, ইউপি সদস্য মো. ইয়াকুব, আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন সিকদার।
এতে বক্তারা আরও বলেন, 'একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলার উন্নয়ন। আইনশৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, জঙ্গি ও ধর্ষণবিরোধী সচেতনতা কার্যক্রম পরিবার থেকেই শুরু করতে হবে। যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করতে হবে।'
মন্তব্য করুন