বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ২০০১ পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি, যুবলীগের সদ্য বিদায়ী কমিটির সদস্য হাফেজকে এম শহীদুল কাওসার বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন। ১২ জানুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন। দলীয় এই স্বীকৃতিতে শহীদুল কাওসার জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম উপ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের একজন শ্রমিক হিসেবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।'
উল্লেখ্য, শহীদুল কাওসার সাবেক রাষ্ট্রদূত নজির আহমদ সিএসপি'র একমাত্র সন্তান ও সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালামের ভাগ্নে।