দক্ষ জনবল তৈরিতে একসঙ্গে কাজ করবে অ্যাপটেক ও এডিএন এডুসার্ভিস। গত সোমবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান ব্র্যান্ড-অ্যাপটেক কম্পিউটার এডুকেশন, এরিনা মাল্টিমিডিয়া, অ্যাপটেক হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক একাডেমি এবং অ্যাপটেক ইংলিশ লার্নিং একাডেমি উন্মোচন করে। এতে শিক্ষা প্রতিমন্ত্রী কাজ কেরামত আলী, এডিএন এডুসার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার, অ্যাপট্যাকের প্রধান নিবাহী অনিল পান্থ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর শিকদার, তথ্য মন্ত্রণালয়ের প্রধান সচিব নাসির উদ্দিন আহমেদ, এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইডিয়া প্রকল্পের (জ্যেষ্ঠ উপদেষ্টা) হারুনুর রশিদ, কারিগরি শিক্ষা ব্যবস্থার মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ।
হপ্রযুক্তি প্রতিদিন ডেস্ক