দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনে সহায়ক হবে ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এসব উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে ইজেনারেশন লিমিটেড। গত বুধবার প্রতিষ্ঠানটি 'ব্লকচেইন অ্যান্ড এআই :গেম চেঞ্জারস ইন ফিন্যান্সিয়াল সার্ভিসেস' শীর্ষক একটি গোল টেবিল আলোচনার আয়োজন করে। এ ছাড়া সহযোগিতায় ছিল সিটিও ফোরাম এবং ইনফরমেশন সিকিউরিটি অ্যালায়েন্স। বেসিস অডিটরিয়ামে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, সহসভাপতি দেব দুলাল রায়, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুশফিক আহমেদ, মেঘনা ব্যাংকের হেড অব আইটি আবুল কাশেম, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এনামুল মাওলা ও আইসিবি ইসলামী ব্যাংকের এএম শাহরিয়ার মজুমদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। শামীম আহসান বলেন, অর্থনৈতিক প্রযুক্তিতে ব্লকচেইন ও এআই একটি উন্নয়নশীল জাতির অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার ক্ষমতা রাখে। ইজেনারেশন এবং অল্পসংখ্যক স্থানীয় প্রতিষ্ঠান বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি, ডাটা অ্যানালিটিক্স, ব্লকচেইন ও সাইবার সিকিউরিটি। তপন কান্তি সরকার বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিত্যনতুন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা দূরীকরণে ব্লকচেইন এবং এআই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। দেশে এআই বাজারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জনস্বাস্থ্য, কৃষি, ট্রাফিক ব্যবস্থাপনা, জাতীয় নিরাপত্তা, উৎপাদন কার্যক্রম এবং সেবা খাতে এআই ব্যবহারের ব্যাপক সুযোগ রয়েছে। আশরাফুল ইসলাম বলেন, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স এসব প্রযুক্তিতে বিশ্ব শ্রমবাজারে ব্যাপক চাহিদার সৃষ্টি হচ্ছে। ২০২০ সালের মধ্যে ব্লকচেইনের আন্তর্জাতিক মার্কেট সাইজ দাঁড়াবে ১৪৩০ মিলিয়ন ডলার। আর এআইয়ের মার্কেট সাইজ দাঁড়াবে ৪৭ বিলিয়ন ডলার। অদূর ভবিষ্যতে এ দুই খাতে প্রচুর জনশক্তির চাহিদা হবে। উল্লেখ্য, ব্লকচেইন হলো ডাটা সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি, যার মাধ্যমে ডাটা বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়। ফলে সংরক্ষিত হবে ডাটার মালিকানা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মেশিনকে মানুষের মতো বুদ্ধিমত্তা দেওয়ার বিজ্ঞান ও প্রকৌশল।

হতৌহিদুল ইসলাম তুষার

মন্তব্য করুন