দেশের অফলাইন ট্রেনিং প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাইজেশনের উদ্যোগ নিয়েছে অনলাইন প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইশিখন ডটকম। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, দেশের প্রতিটি জেলার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকেও ইশিখনের কোর্সগুলো অনলাইনে সরাসরি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির নির্বাহী ইব্রাহিম আকবর জানান, প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ইশিখনের শিক্ষার্থীরা টেকনিক্যাল সাপোর্টসহ ওই প্রতিষ্ঠানে এসে কোর্সে অংশ নিতে সক্ষম হবে। ফলে ঘরে বসে বা অনলাইনে দু'ভাবেই ক্লাসে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। তবে এ জন্য কেন্দ্রগুলোতে ইন্টারনেট এবং কম্পিউটার সংযুক্ত ল্যাব থাকতে হবে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইশিখন তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং কোর্সের ওপর প্রশিক্ষণ দিচ্ছে তারা। এ ছাড়া ৪০টির ওপর ভিডিও কোর্স ও অনলাইন লাইভ ক্লাস রয়েছে।
মন্তব্য করুন