পেপারলেস ও ঝামেলাবিহীন ইন্স্যুরেন্স সেবাকে এগিয়ে নেওয়াই লক্ষ্যে বীমা কোম্পানিগুলোর বিকল্প বিতরণ চ্যানেল কার্নিভাল অ্যাসিউর এবং মালয়েশিয়াভিত্তিক বীমা অ্যাগ্রিগেটর অ্যাকিউরা ইন্টারন্যাশনাল চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কার্নিভাল অ্যাসিউরের চেয়ারম্যান মাহবুবুল মতিন, প্রধান নির্বাহী মহিউদ্দিন রাস্তি মোরশেদ, পরিচালক জামান বাহাদুর খান এবং অ্যাকিউরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রিচার্ড গোহ, ভাইস প্রেসিডেন্ট ইউজিন চিউ, কান্ট্রি ম্যানেজার শারমিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন