দেশে ক্রুসিয়াল ব্র্যান্ডের র্যাম এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি)। প্রাথমিকভাবে চলতি মাসে ক্রুসিয়াল ব্র্যান্ডের চারটি মডেলের র্যাম বাজারে নিয়ে এসেছে স্মার্ট। র্যামগুলো ডিডিআর-৪ ভার্সনে পাওয়া যাবে, যা উচ্চগতির ডেটা আদান-প্রদানের সুবিধাসহ অ্যাপ্লিকেশন কিংবা ডেটাবেসকে ভার্চুয়ালাইজ করা ও অন্যান্য কাজে ভূমিকা রাখবে। ক্রুসিয়াল ব্র্যান্ডের নতুন র্যামের সংস্করণগুলো হলো ৮ জিবি ২৬৬৬ বাস, ৮জিবি ২৪০০ বাস, ৪জিবি ২৬৬৬ বাস এবং ৪জিবি ২৪০০ বাস। ৮ জিবি ২৬৬৬ বাস মডেলে থাকছে ব্যান্ডউইথ ৩০ ভাগ বাড়তি সুবিধাসহ ৪০ ভাগ পর্যন্ত এক্সট্রা ব্যাটারি সাপোর্ট ও প্রতি সেকেন্ডে ২১৩৩ মিলিয়ন ট্রান্সফার ধারণক্ষমতা। র্যামটি শুধু ল্যাপটপের জন্য প্রযোজ্য। ৮জিবি ২৪০০ বাস :র্যামটি ইউডিআইএমএম ডিজাইনের, যার কম্পোনেন্ট এক্স-৮ বেইস, ১.২ ভোল্টেজ। র্যামটি সব ডেস্কটপ সমর্থন করে। ৪জিবি ২৬৬৬ বাস :র্যামটি আসন্ন সব প্রসেসরের ডেস্কটপের জন্য উপযুক্ত, যার ডিজাইন এসওডিআইএমএম। এতে প্রতি সেকেন্ডে ২১৩৩ মিলিয়ন ট্রান্সফার সুবিধাসহ থাকছে ব্যান্ডউইথ ৩০% এবং ৪০% পর্যন্ত এক্সট্রা ব্যাটারি সাপোর্ট। ৪জিবি ২৪০০ বাস :এটির ফর্ম ফ্যাক্ট ইউডিআইএমএম যার কম্পোনেন্ট কনফিগারেশন এক্স-৮ বেইজ। এতে প্রতি সেকেন্ডে ২৪০০ মিলিয়ন ট্রান্সফার স্পিড থাকবে।
হপ্রযুক্তি প্রতিদিন ডেস্ক