ষসব ধরনের লবণাক্ত খাদ্য যেমন_ চিপস্ , নোনতা বাদাম, নোনতা মাখন, পনির।
ষটিনজাত খাবার।
ষপাউরুটি।
ষবেকিং পাউডার দিয়ে তৈরি খাবার।
ষকেক, পেস্ট্রি, বিস্কুট, ওয়েফার।
ষবেকিং সোডা দিয়ে তৈরি খাবার।
ষগরু ও খাসির মাংস, কলিজা
মগজ ইত্যাদি।
ষখোসাযুক্ত মাছ। যেমন_ চিংড়ি, কাঁকড়া ও শুঁটকি মাছ।
ষসস/কেচাপ।
ষআচার ও চাটনি।
ষশুকনো ফল।
ষস্বাদ বৃদ্ধিকরণ লবণ।
ষবাজারজাত সালাদ।
ষপ্যাকেট স্যুপ।
ষকোমল পানীয়।
মন্তব্য করুন