সাত দলের চ্যাম্পিয়নশিপ লীগ হচ্ছে তিন পর্বে। ১১ জয় আর পাঁচ ড্রয়ে রহমতগঞ্জের সংগ্রহ ৩৮ পয়েন্ট। পেছনে থাকা তাদের পড়শি ক্লাব ফরাশগঞ্জের ১৪ ম্যাচে ২৩। সব ম্যাচ জিতলেও রহমতগঞ্জকে টপকাতে পারবে না তারা। ১৫ ম্যাচে আরামবাগ ও অগ্রণী ব্যাংকের সংগ্রহ ২০ পয়েন্ট করে। ফরাশগঞ্জ ও আরামবাগের যে রহমতগঞ্জের সঙ্গী হলে আবার প্রিমিয়ার লীগে ফিরবে তারা। বাড্ডা জাগরণী সংসদের নেমে যাওয়া প্রায় নিশ্চিত। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ১৪ । ০০:০০
প্রকাশ: ২৮ মে ১৪ । ০০:০০
মন্তব্য করুন