জাদেজার লড়াই
ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮
স্পোর্টস ডেস্ক
আগের দিনের ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে ব্যাটিং করতে নেমে ভারতের অপরাজিত দুই ব্যাটসম্যান প্রথম সেশনে ইংলিশদের বেশ ভালোভাবেই রুখে দিয়েছিলেন। হনুমা বিহারি ও জাদেজা উইকেটশূন্যভাবেই সেশন পার করে দিয়েছিলেন প্রায়। কিন্তু লাঞ্চের আগে আউট হয়ে যান অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি করা হনুমা বিহারি। সপ্তম উইকেটে বিহারি ও জাদেজা যোগ করেন ৭৭ রান। এরপর টেলএন্ডারদের নিয়ে লড়াই শুরু করেন জাদেজা। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ৫৫ রান যোগ করেন তিনি। যেখানে শেষ তিন জনের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। এর মধ্যে শেষ উইকেটে বুমরাহকে নিয়ে তোলেন ৩২ রান। বুমরাহ কোনো রানই করেননি, কেবল সঙ্গ দিয়েছেন জাদেজাকে। রান তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন জাদেজা। বুমরাহ রান আউট হলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে।