প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ হিসেবে এ বছর অক্টোবরে দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাবে শ্রীলংকা ক্রিকেট দল। করাচি ও লাহোরে টেস্ট দুটি আয়োজন করতে চাইছে পিসিবি। আইসিসির কর্মকর্তারা নাকি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। এখন কোনো দেশ সেখানে খেলতে চাইলে তাদের আপত্তি নেই। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দেশে গিয়ে খেললেও বাংলাদেশকে তারা পাকিস্তান নিতে চাইছে। তবে বিসিবিও তাদের প্রস্তাবে রাজি হয়নি। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি মধ্যপ্রাচ্যে আয়োজনের কথাও ভাবছে পিসিবি।