প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সমন্বয়কদের আয়োজনে পালিত হয় এটি। যেখানে কিছু প্রখ্যাত ব্যক্তি সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন বুট ক্যাম্পে অংশ নেওয়া মেয়েদের। যাদের মধ্যে কলম্বিয়ান জাতীয় মহিলা ফুটবল টিমের বিশ্বকাপে অংশ নেওয়া দু'জন প্লেয়ার যথাক্রমে জেসিকা হারটাডো ও ক্যাটরিন মুনোজ ছিলেন অন্যতম। পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির নির্দেশনায়। এ ছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাদের উপস্থিতি ও নির্দেশনা বুট ক্যাম্পে অংশ নেওয়া মেয়েদের করে তোলে উজ্জীবিত। উইমেন্স ডের প্রথমাংশে ছিল ট্রেনিং কর্মসূচি এবং শেষার্ধে ছিল এক্সিবিশন ম্যাচ। বুট ক্যাম্পটি সফলভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল থেকে ৫৩ এবং বিকেএসপি নারী দল থেকে ৩৭ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন।