- খেলাধুলা
- সামর্থ্যের চেয়ে বেশি কিছু করবে পাকিস্তান!
খেলাধুলা
সামর্থ্যের চেয়ে বেশি কিছু করবে পাকিস্তান!
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯
স্পোর্টস ডেস্ক
এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের বিরিয়ানি খাওয়া নিয়ে ওয়াসিম আকরামের সমালোচনার পাল্টা জবাবও দিয়েছেন সরফরাজ, 'আপনার শরীর যদি নির্দিষ্ট খাবারের সঙ্গে মানিয়ে নেয়, তাহলে সেটা বাদ দেওয়া আসলেই কঠিন। আমি করাচির বিরিয়ানি পছন্দ করি, সেই সঙ্গে বিফ কোর্মা ও শেরমল রুটি। বিরিয়ানি যে কোনো ধরনের হলেও হবে তবে মাংসটা ভালো হওয়া চাই।'
পাকিস্তানিরা কতটা বিরিয়ানিপ্রিয়, সরফরাজের এমন মন্তব্যে পরিস্কার উঠে এসেছে। এদিক থেকে ভারতের ক্রিকেটাররা বোধ হয় অনেকটা ভিন্ন। তারা ফিটনেস ধরে রাখার জন্য খাদ্যাভ্যাসে বেশ রুটিন মেনে চলেন। বিরাট কোহলির কথাই বলি, ফিটনেস ধরে রাখার জন্য কোহলির মতো কাউকে স্বাদের বিরিয়ানি সামনে দিলেও হয়তো তিনি মুখের ওপর 'না' বলে বসবেন।