প্রকাশ: ১৩ জুন ২০১৯
স্পোর্টস ডেস্ক
তাছাড়া ভারতের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বোদ্ধারাও খুব করে চাচ্ছেন ঋষভকে। এমনটা হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ধাওয়ানের জায়গায় ওপেন করবেন লোকেশ রাহুল। আর চার নম্বর পজিশনে ব্যাট হাতে দেখা যেতে পারে তরুণ ঋষভকে।
সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ধাওয়ানের। কিন্তু যখন ছন্দে ফিরলেন, তখনই চোটের হানা। অবশ্য চোট নিয়েও শতক হাঁকিয়েছেন তিনি। তার আগে গত বিশ্বকাপেও ভারতের জার্সিতে করেন দুটি সেঞ্চুরি। এদিকে আইপিএলে চমৎকার পারফর্ম করা ঋষভ পন্ত তার শূন্যতা পূরণ করার দাবি রাখেন। ভারতের হয়ে ওয়ানডে অভিষেকটা খুব বেশি দিনের নয়। এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে খেলা শুরু করেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অংশ নিয়েছেন ঋষভ।