আর্থিক সংকটে ফেডারেশন কাপে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। তার পরও নতুন মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধন করেছে মুক্তিযোদ্ধা। আর্থিক সমস্যার মধ্যেও বিদেশি কোচ আনছে ক্লাবটি। ফেডারেশন কাপ শুরুর আগেই আসার কথা ছিল মুক্তিযোদ্ধার বিদেশি কোচ রাজা ইসা আকরাম শাহ। তবে বিভিন্ন কারণে আসতে পারেননি তিনি। ২৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার আরিফুল ইসলাম, 'ইতোমধ্যে আমরা টিকিট কেটে ফেলেছি। ২৭ ডিসেম্বর ঢাকায় আসবেন তিনি। শত কষ্টের মধ্যেও আমরা বিদেশি কোচ আনছি। আমরা চেষ্টা করব ভালো খেলা উপহার দিতে।'

মন্তব্য করুন