ওয়েস্ট ইন্ডিজের এই ওয়ানডে দলটা বলতে গেলে নতুন। বুধবার সিরিজের প্রথম ম্যাচে ছয়জনকে অভিষেক করিয়েছে তারা। অনভিজ্ঞদের নিয়ে খেলার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও। স্বাগতিক বোলারদের তোপের মুখে ১২২ রানে গুটিয়ে গেছে তারা। সিরিজের উদ্বোধনী ম্যাচে ছয় উইকেটে হারলেও আজ ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। আজ ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী ক্যারিবীয় পেসার আল জারি জোসেফ, 'সেরা লড়াই হয়নি। আমরা যেভাবে খেলতে চেয়েছি, তা পারিনি। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে জানে। দ্বিতীয় ওয়ানডেতেই ফিরে আসব আমরা।' বাংলাদেশের কন্ডিশনে ২০১২ সাল থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উইন্ডিজ দল। ক্রিস গেইলরাও ওয়ানডে সিরিজ হেরেছেন টাইগারদের কাছে। জোসেফ সেখানে সাহস দেখালেও বাস্তবতা ভিন্ন। উইন্ডিজ সাবেক ক্রিকেটার টাইগার বোলিং কোচ ওটিস গিবসনের কথায় সেটা স্পষ্ট, 'ছয়জনের অভিষেক হয়েছে সেদিন। অবশ্যই অভিষিক্তদের জন্য কঠিন হবে এখানকার কন্ডিশন। একটি দল গঠন করতে সময় লাগে। আশা করছি, এই খেলোয়াড়রা তাদের সুযোগ কাজে লাগাবে। কারণ, নিয়মিত সবাই এই সিরিজে এলে তাদের কেউ কেউ এখানে সুযোগ পেত না।'