প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
সে লক্ষ্যে ২০২১ সালের মার্চ থেকে বিশ্বব্যাপী একটি জরিপ করা হবে। এই জরিপ থেকে প্রাপ্ত ডাটা এমসিসির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। ক্রিকেটের কোনো আইনের পরিবর্তন করতে হলে সেটা এমসিসির আইন সংক্রান্ত সাব-কমিটি থেকে পাস করে আনতে হয়। এরপর এমসিসির ক্রিকেট কমিটি সেটাকে অনুমোদন দেয়। চূড়ান্ত প্রস্তাবটি আগামী ডিসেম্বরে এমসিসি কমিটিতে উঠানো হবে। সেখানে যুক্তিতর্ক শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তাই ২০২২ সালের আগে বাউন্সার আইনে কোনো পরিবর্তন আসছে না। ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন বাউন্সারের পরিমাণ বেড়ে গেছে। ২০১৪ সালে গলায় বল লেগে অসি ব্যাটসম্যান ফিল হিউজ নিহত হওয়ার পরও বাউন্সারের পরিমাণ কমেনি। এর ফলেই কনকাশন বদলি আনা হয়েছে। সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় বেশ কয়েকজন ব্যাটসম্যানকে বাউন্সারের আঘাতে মাঠের বাইরে চলে যেতে হয়। এসব কারণেই এমসিসি বাউন্সার আইন আপডেট করার ঘোষণা দিয়েছে। খেলাটিকে সবার জন্য নিরাপদ করা তাদের দায়িত্ব বলে এক বিবৃবিতে জানিয়েছে এমসিসি।