অলিম্পিকে এমন কাব্য আগে কেউ লিখতে পারেননি। দক্ষিণ কোরিয়ান তারকা আন সান ঠিকই সেখানে নাম ওঠালেন। মাত্র ২০ বছর বয়সে বিশ্বের এই মেগা আসরে এসেই করেছেন বাজিমাত। আরচারিতে একটি নয় দুটি নয়, একাই তিন তিনটি স্বর্ণ জিতে নিয়েছেন তিনি। অলিম্পিকের আরচারিতে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে সানই জিতলেন এক আসরে তিন স্বর্ণ। শুক্রবার মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি। তার আগে দলীয় ও মিশ্র ইভেন্টের স্বর্ণপদক যায় তার গলায়। এদিন অঘটনের শঙ্কা উড়িয়ে সান আরওসির এলেনা ওসিপোভাকে হারিয়েছেন টাইব্রেকারে। ৫-৫ সেট পয়েন্টে সমতা থাকায় শুটঅফে একটি করে তীর ছোড়ার সুযোগ পান দুই আরচার। আন ১০ স্কোর করলেও রৌপ্য জেতা ওসিপোভা পারেন কেবল ৮ তুলতে।

মন্তব্য করুন