
শুরুতেই জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেসার আশিকুর জামান। তৃতীয় ওভারের প্রথম ও শেষ বলে আমিরাতের দুই ওপেনারকে বিদায় করেন তিনি। এ কারণেই আমিরাতের রান তোলার গতি শ্নথ হয়ে যায়। প্রথম ১০ ওভারে তারা মাত্র ১৫ রান তুলতে সমর্থ হয়। ৭ থেকে ১০-টানা চার ওভার মেডেন নেন বাংলাদেশের বোলাররা। এরপর অধিনায়ক আলিসান সারাফু ও ধ্রুব পরশর হাল ধরেন। সারাফুর উইকেট তুলে এ জুটিতে ভাঙন ধরান পেসার তানজিম হাসান। ৩৩ রান করা ধ্রুবকে বিদায় করেন অফস্পিনার রকিবুল। আরেক স্পিনার মেহরোবও মিতব্যয়ী বোলিং করেন।
বিষয় : যুব বিশ্বকাপ
মন্তব্য করুন